বরিশালে নিউজ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী

উদযাপিত হলো দেশের জনপ্রিয় ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী।
নিউজ ২৪ নিউজের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও সাম্প্রতিক বিভিন্ন দিক তুলে ধরে এগিয়ে যাচ্ছে।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দর্শকপ্রিয় অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চ্যানেলটি। আগামীতে চ্যানেলটি মুক্তিযুদ্ধ, বাংলদেশের উন্নয়ন অগ্রগতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি ভূমিকা রাখতে সক্ষম হবে। ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট নাগরিক, প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ অন্যরা।
রোববার ৩০ জুলাই দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে স্বাগত জানান বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামসহ অন্যরা।
এসময় শুেেভচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বরিশাল সদরের সহকারী ভূমি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি পুলক চ্যঅটার্জী, সাধারণ সম্পাদক এসএম জাকির, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক সাহিন, ইলেক্ট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, এখন টিভির ব্যুরো প্রধান ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বাংলাদেশ প্রদিদেন পত্রিকার ব্যুরো প্রান রাহাত খান, চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান কাওসার হোসেন রানা, সময় টিভি বরিশালের ব্যুরো প্রধান অপূর্ব অপু, দৈনিক ইত্তেফাক পত্রিকার ব্যুরো প্রধান শাহিন হাফিজ, সকালের সময় নিজস্ব প্রতিবেদক এম জহির,বাংলা নিউজ২৪ ডটকম এর ব্যুরো প্রধান মুশফি সৌরভ, বরিশাল ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গবিন্দ সাহা সহ অন্যরা।বক্তারা বলেন, প্রগতিশীল এবং যুগোপযোগী নিউজ করে যাচ্ছে নিউজ২৪। নিউজ ২৪ এর কাছ থেকে আমাদের প্রত্যাশার চেয়ে কম পাচ্ছি না।
বাংলদেশের মুক্তিযুদ্ধ, সমস্যা সম্ভাবনা নিয়ে গভীরে গিয়ে নিউজ ২৪ আরো বেশি বেশি প্রতিবেদন করবে।