বরিশালে নৌকার প্রার্থীর প্রচারণায় কেন্দ্রীয় নেতারা

বরিশাল সিটি নির্বাচনের প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। তারা ভোটারদের কাছে দলের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। এসময় তারা বলেন, বরিশালের উন্নয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে।
গতকাল মঙ্গলবার ৬ জুন বিকেলে নগরের সোহেল চত্ত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন। পরে তারা সদর রোডসহ আশপাশের এলাকায় ভোটারদের মাছে লিফলেট বিতরণ ও দলের প্রার্থীর পক্ষে ভোট চান।এসময় প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) আফজাল হোসেন। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরসহ নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেয়।
প্রচারণাকালে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কাবি নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী খোকন সেরনিয়াবাত। আগামী দিনে স্মার্ট বরিশাল এবং তিলোত্তমা বরিশাল গড়তে ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবে।দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি নির্বাচনের সমন্বয়কারী আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বরিশাল সিটি নির্বাচনের আমাদের নতুন প্রার্থী একজন সজ্জন, বিনয়ী ও ভালো মানুষ খোকন সেরনিয়াবাত। তার প্রতি মানুষের আস্থা ও বিশ^াস অনেক বেশি। তার গায়ে কোন দাগ নাই। তার কোন বদনাম নাই।
এজন্য বরিশালের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।আগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নগরীর ২ লাখ ৬৭ হাজার ২৯৮ জন ভোটার ভোট দিয়ে নগর পিাতা নির্বাচিত করবেন।