বরিশালে ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

বরিশালে ন্যাশনাল ব্যাংকের " এন্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ" কর্মশালা এবং "টাউন হল মিটিং" অনুষ্ঠিত হয়।
শনিবার ১৯ আগস্ট বরিশাল নগরের শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর এমডি ও সিইও মোঃ মেহমুদ হুসেইন।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর এস ই ভি পি এবং মানব সম্পদ বিভাগের প্রধান শেখ আখতার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস -এর ই ডি (ইনচার্জ) মোঃ সাওয়াকাতুল আলম।ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর বরিশাল অঞ্চল ও শরীয়তপুর অঞ্চলের ২৬টি শাখার শাখা প্রধান এবং কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার আয়োজনে আঞ্চলিক অফিস খুলনা ও শরীয়তপুর। অনুষ্ঠান সার্বিক সমন্বয় করে ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখার প্রধান শহিদুল ইসলাম( ভিপি)।