বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ৫০০ অসহায়দের ইফতার বিতরণ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে নগরীর অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় নগরীর বান্দ রোডের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিনমজুর, শ্রমিক, রিক্সাচালকসহ অন্যান্য পেশার ৫০০ দরিদ্র ব্যক্তির মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মহানগর ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্নাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।