বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন আওয়ামী লীগের পৃথকভাবে পালন

বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন আওয়ামী লীগের পৃথকভাবে পালন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে পৃথক আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একই সময়ে নগরীর দক্ষিণ আলেকান্দা নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা।

 সভায় মহানগরীর ৩০টি ওয়ার্ড ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক বাসযোগে কয়েক হাজার আওয়ামী লীগ কর্মী অংশ নেয়। সভায় অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা শিশুদের দিয়ে শেখ হাসিনার ‘প্রতিচ্ছবি’ করে পিকাপে শহর প্রদক্ষিণ করে। সভার এক পর্যায়ে ভার্চুয়াল লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ঢাকায় অবস্থানরত সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ। সভার শেষ পর্যায়ে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে নগরীর নূরিয়া স্কুল মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগের অপর একটি অংশ।
তারা সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের অনুসারী। ২০১৪ সালে তৎকালীন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনের এমপি শওকত হোসেন হিরনের মৃত্যুর পর নিস্ক্রীয় হয়ে পড়া নেতাকর্মীরা নতুন করে জাহিদ ফারুকের ছায়াতলে সক্রিয় হয়েছেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া-মোনাজাতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর আমীন উদ্দিন মোহন, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাউল ইসলাম দিপু, সাম্প্রতিক সময়ের আলোচিত ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবসহ ৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নগরীর বিসিক শিল্প নগরীতে রাতে প্রিমিয়ার সুনামে একটি কোম্পানীতে আলোচনা সভা, লেজার শো এবং কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বিসিক শিল্প নগরীর উপ-মহাব্যবস্থাপক জালিস মাহমুদ, ফরচুন সুজ ও প্রিমিয়ার সুজ লিমিটেডের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।