বরিশালে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পন্য সরবরাহ করবে টিসিবি

বরিশালে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পন্য সরবরাহ করবে টিসিবি

রমজানে নিত্য পণ্য মূল্য সহনীয় রাখতে আজ রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পন্য সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই কার্ডের মাধ্যমে গ্রহকরা ভর্তুকি মূল্যে চিনি, ডাল, সয়াবিন ও ছোলাবুট ক্রয় করতে পারবেন। ৪২ জন ডিলারের মাধ্যমে বরিশাল জেলার ১০ উপজেলা ও ৬ পৌরসভায় এবার মোট ১ লাখ ২৯ হাজার ৯২১ গ্রাহকের মাঝে পন্য তুলে দেবে টিসিবি। 

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও টিসিবির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিসিবির উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে। কার্ড প্রাপ্তরা ডিলারদের কাছ থেকে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল দেয়া হবে। রমজানে দেয়া হবে ছোলা বুট। ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা বুট কিনতে পারবে গ্রাহকরা। রমজানের আগে একবার এবং রমজান চলাকালে একবার সহ মোট দুইবার পন্য উত্তোলন করতে পারবেন।

এদিকে উপজেলা ও পৌরসভাগুলোতে পন্য সরবরাহ করা হলেও বরিশাল সিটি করপোরেশন এলাকায় আগের মতো ১২টি পয়েন্টে ট্রাকে করে একই মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন বিক্রি করবে। রমজানে বিক্রি করবে ছোলা বুট। এবার সিটি করপোরেশন এলাকার প্রায় ৯০ হাজার দরিদ্র পরিবার এই সুবিধা পাবেন বলে জানানো হয়।