বরিশালে বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর সহধর্মীনি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবেক্ষন কমিটির আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ' এমপির মাতা বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর দাদী মরহুমা আমেনা বেগম এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন, নগরীর চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।
বুধবার (২৪ মার্চ) আসর নামাজবাদ বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি করপোরেশন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ওয়ার্ড কাউন্সিলর, জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান।