বরিশালে ওয়াকার্স পার্টির বিক্ষোভ

বরিশালে ওয়াকার্স পার্টির বিক্ষোভ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘড়ে হামলা, লুটপাট, নির্যাতনের প্রতিবাদে ও হেফাজত নেতা মাহমুদুল হাসানসহ উস্কানীদাতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটি।

বুধবার বেলা ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি ও পোলিট ব্যুরো সদস্য অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড, শেখ মো. টিপু সুলতান, কাজী এনায়েত হোসেন শিপলু, আনিসুর রহমান সবুজ, মোজাম্মেল হক ফিরোজ, সুজন আহমেদ, মিন্টু দে, জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ।

পরে তারা এক বিক্ষোভ মিছিল নগরী কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করেন।