বরিশালে বালুবাহী ট্রাকচাপায় নারীর মৃত্যু

বরিশালে বালুবাহী ট্রাকচাপায় নারীর মৃত্যু

বরিশালে বালুবাহী ট্রাকচাপায় মনোয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আমানতগঞ্জ এলাকার সিকদারপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ওই এলাকায় বালুবাহী একটি ট্রাক মনোয়ারা বেগমকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ট্রাকচালক নিসাত রায়হান হিরাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

নিহতের স্বামী জাকির হোসেন জানান, তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব ও সোহাগ ট্রলিতে না উঠিয়ে আগে টাকা দাবি করে। এনিয়ে প্রতিবাদ করলে তারা অন্য রোগীকে ট্রলিতে করে নিয়ে যান। ট্রলিম্যানদের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. মোস্তাফা বলেন, মনোয়ারাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এখানে চিকিৎসার কোনো অবহেলা হয়নি। ময়নাতদন্তর জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।