বরিশালে বাসদের উদ্যোগে করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন

বরিশালে করোনা রোগীদের সহযোগী হতে এবং করোনায় শ্বাসকষ্টের রোগীদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। ৫টি অক্সিজেন সিলিণ্ডার এবং ৩০টি অক্সিপালস মিটার দিয়ে ওই অক্সিজেন ব্যাংক চালু করেছে তারা।
আজ ২৯ জুন সোমবার বেলা ১১টায় বাসদের ওই অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বিনা অক্সিজেনে ঝড়ে পড়বেনা কোন প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালে বাসদের ওই অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাসদ জানায়, সারা দেশে কেবল অক্সিজেন সংকটের কারণে অনেক করোনা আাক্রান্ত রোগী মারা যাচ্ছে। সরকারি অব্যবস্থাপনার কারণে অনেক সময় অক্সিজেন থাকার পরও রোগীরা সেটা পাচ্ছে না। সময় মতো অক্সিজেন সরবরাহ না করার জন্যই করোনা ওয়ার্ডের রোগীর মৃত্যুর হার বাড়ছে। করোনা রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে অতি প্রয়োজনীয় হয়ে পরে অক্সিজেন। কেবল অক্সিজেনের অভাবে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে বেশিরভাগ রোগী মারা যাচ্ছে। এই সংকট থেকে বরিশাল বাসীকে রক্ষা করতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ অক্সিজেন ব্যাংক চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে করোনা আক্রান্ত হয়ে যারা বাড়িতে এবং হাসপাতালে শ^াসকষ্টে ভুগবেন তাদের পাশে থাকবে বাসদ।
বাসদ বরিশালের সদস্য সচিব ডা. মণিষা চক্রবর্তী বলেন, প্রাথমিক ভাবে ৫ টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ টি অক্সিপালস্ মিটার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও ১০০ টি অক্সিমিটারের ব্যাবস্থা করা হবে। করোনা আক্রান্ত হয়ে যেসব রোগীরা বাসায় কিংবা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের শ্বাসকষ্ট দেখা দিলে বাসদের হেল্পলাইনে ফোন দিলে অক্সিজেন ব্যাংক থেকে প্রথমে অক্সিপালস্ মিটার দিয়ে পরীক্ষা ও পরে অক্সিজেন সরবরাহ করা হবে।
ডা. মণিষা বলেন, করোনা রোগীদের পরীক্ষায় ফি নির্ধারণের অপচেষ্টা চালাচ্ছে সরকার। যা এই মুহূর্তে জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বরিশাল শহরে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসন কেউই রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহ করছে না। বাসদ একদিকে যেমন রাজপথে জনগণের স্বাস্থ্য অধিকার আদায়ে লড়াই করছে, তেমনি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়াচ্ছে। মানুষের জীবন বাঁচাতে বাসদের এই অক্সিজেন ব্যাংককে সমৃদ্ধ করতে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসদ জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ দলের নেতা-কর্মীরা।