বরিশালে বিএনপি নেত্রীর ত্রাণ বিতরণ

বরিশালে বিএনপি নেত্রীর ত্রাণ বিতরণ

বরিশালে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার সকাল ১০ টায় নগরের কাজিপাড়া এলাকায় ২০০ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বরিশাল মহানগর বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরিন।

৪ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার তেল-এর প্যাকেট দেয়া হয়েছে নিম্ন আয়ের মানুষের মাঝে।
বরিশাল মহানগর বিএনপি’র সহ ছাত্র বিষয়ক সম্পাদক আফরোজা খানম নাসরিন জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বর্তমান নিম্ন আয়ের কর্মহীন সাধারন মানুষের পাশে নিজস্ব অর্থ দিয়ে একটু সহযোগিতা করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি।

পর্যায়ক্রমে আরো অসহায়দের মাঝে তার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আফরোজা খানম নাসরিন।