বরিশালে বিএনপির ১০ দফা বাস্তবায়নে পৃথক অবস্থান কর্মসূচি

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, মানুষের জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ পূর্ব ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে পৃথক অবস্থান কর্মসূচি করেছে বিএনপি।
শনিবার (১ এপ্রিল) বেলা ১১ টার দিকে নগরীর সদর রোডে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির (দক্ষিণ) এবং বিকালে মহানগর ও উত্তর জেলা বিএনপির এই কর্মসূচি অনুষ্ঠতি হয়।
বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহবায়ক আবুল হোসেন খান এর সভাপত্বিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মাহসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, কোতয়ালী বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত বাচ্চুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়ও বিকালে মহানগর ও জেলা বিএনপির (উত্তর) অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম), ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ মুকুল প্রমুখ।
এসময় বক্তরা, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। পরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আন্দোলন করার কথা বলেন।
এদিকে এই কর্মসূচি চলাকালে বিএনপির কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনর উপস্থিতির লক্ষ্য করা গেছে।