বরিশালে বিভাগ ও নগর জুড়ে সারাদিন দূর্ভোগ

বরিশালে বিভাগ ও নগর জুড়ে সারাদিন দূর্ভোগ

আগামীকাল বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।এদিকে বরিশাল বিভাগ জুড়ে সব রকমের চলাচল বন্ধ তেমন বরিশাল নগর জুড়ে রিকশা ছাড়া সকল যান চলাচল বন্ধ দেখা যায়। বন্ধ থাকলেও বিএনপির নেতাকর্মীরা দলে দলে বিভিন্ন উপায়ে বরিশালে আসছে।

আজ শুক্রবার বরিশাল নগরীর সাথে বিভাগের সকল জেলার যোগাযোগ বন্ধ।

পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা থেকে ঢাকাসহ বরিশালের যোগাযোগ বন্ধ রেখেছে বিনা অজুহাতে। এদিকে ভোলার সাথেও লঞ্চ চলাচলও বন্ধ। 
বরিশাল নগরীর প্রধান প্রধান শুক্রবার  সড়কগুলোতেও যান চলাচল কম ছিলো সকাল থেকে এ চিত্রের মাঝেও রিকশার আধিপত্য দেখা যায়। এমন ঘটনায় বরিশাল নগরীর নাগরিকরা দূর্ভোগে পরে সকাল থেকে।অটোরিকশা, ব্যটারিচালিত গাড়ি, সিএনজি মাহিন্দ্রা বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ দিয়ে রিকশায় চলাচল করতে দেখা যায়। তবে নগর ছাড়াও মহাসড়কে জনগণের একমাত্র চলাচলের উপায় ভ্যান যান চলাচলের গুরুত্বপূর্ণ হয়ে আজ।

নলছিটি থেকে আসা পরীক্ষার্থী সায়েম বরিশাল চৌমাথা ভ্যানে বসে জানায় বাস চলাচল বন্ধ তাই নলছিটি থেকে ভ্যানে বরিশাল অবদি এসেছি,  বরিশাল বাস টার্মিনালে এসে ঢাকা যাবেন কিভাবে সেজন্য চিন্তিত হয়ে পড়ছেন এই যাত্রী।

নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে ভ্যানে থেকে নেমে সাইদ আহমেদ জানায় ঢাকা থেকে ভাঙ্গা অবদি বাসে এরপর সব রকমের যানে চড়ে রহমতপুর থেকে সেখান থেকে আবার ভ্যানে করে বরিশাল পৌছালাম অতিরিক্ত টাকার সাথে দূর্ভোগ আমাদের। আজ শুক্রবার বরিশাল নগরীতে সকালে বাজার করতে বেড়িয়ে বেগপান বরিশাল নগরীর নাগরিকরা।

চাকরিজীবি সোলায়মান মৃধা বিএম কলেজ এলাকার জানান সব রকমের অটো বন্ধ, রিকশা তো পাওয়াই যায় না এমন বুঝলে বাসা থেকে বের হতাম না।
বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে দেখা পুলিশের বাধা দেয়ার চিত্র ও তল্লাশি। অন্যদিকে পথের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোষ্টে হয়রানির শিকার হয়েছে যাত্রীরা।

শনিবার ৫ নভেম্বর অফিস খোলা থাকায় তারা  বিপদে পড়ে বেসরকারি চাকরিরত গোলাম কিবরিয়া নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে ঢাকা যাবার যে কোনো বাহন খুজছেন।
শুক্রবার সকাল ও সন্ধায় বরিশাল থেকে কোন রকমের লঞ্চ চলাচল করেনি এতে বরিশালের সাথে মেহেন্দিগন্জ ও ভোলা জেলার সাথে যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা দূর্ভোগে পড়ে,মেহেন্দীগন্জের জেসমিন আক্তার বলেন ডাক্তার দেখাতে মেয়ে নিয়ে এসেছি সকালে এসে দেখি লঞ্চ চলাচল বন্ধ। এছাড়া নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক এর চেয়ে কমছিলো।