বরিশালে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “সংগঠন যার যার মানবতা সবার, আমরাই গড়বো মানবিক বরিশাল” এই শ্লোগানকে সামনে রেখে অঙ্গিকার (সমন্বিত আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্প) সামাজিক সংগঠন এর আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় শুরুতে অতিথিরা ''মোগো সুন্দর বরিশাল, মোরা ব্যাবাক্কেে বরিশালইয়া ফেসবুক গ্রুপের'' বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।পরে কেক কেটে এবং ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, মানবাধিকার কমিশন সদর দফতরের ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক, ফরাজি জেনারেল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ড. আনোয়ার ফরাজি ইমন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলি মো. ফেরদাউস আহাম্মেদ, মো. শাহাজাদা হিরাসহ মিলনমেলায় প্রায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এই ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রায় ৭ হাজার ব্যাগ রক্ত দেওয়া হয়। বিভিন্ন দূর্ঘটনায় গ্রুপের সদস্যরা স্বোচ্ছাসেবক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আসছেন। এর মধ্যে বরগুনার অভিযান লঞ্চ দূর্ঘটনা।
এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তাঁরা। দিনব্যাপী এই মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।