বরিশালে ভ্যান খালে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বরিশালে ভ্যান খালে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় ভ্যান খালে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী দুই শিশু নিহত হয়েছে; এতে আহত হয়েছেন আরও অন্তত দশজন। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান,মঙ্গলবার সকালে উপজেলার মূলপাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া ও আব্দুল্লার বয়স সাত বছর বছর বলে পুলিশ জানায়। তাদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থীদের বহনকারী ভ্যানটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে ভ্যান আরোহীরা আহত হয়। “পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।” আটজনের ধারণ ক্ষমতার ভ্যানটিতে ১৮ জন শিক্ষার্থীকে নেওয়া হয়েছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে ওসি জানান।