বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণসংগতি আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মাওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পরপরই তার জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আয়োজন উদযাপন কমিটির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, গনসংহতি আন্দোলন জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু, সমাজতান্ত্রীক দল বাসদের জেলা সদস্য বিজন সরকার, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি হাফিজ আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সংগ্রামে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে আগামীর প্রজন্মকে তার আদর্শ অনুসরনের দাবি জানান।