বরিশালে মসজিদের ইমামদের খাদ্য ও ইফতারী সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন

বরিশালে মসজিদের ইমামদের খাদ্য ও ইফতারী সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন


বরিশাল মহানগরের অর্ধশতাধিক মসজিদের ইমামের হাতে ইফতার এবং খাদ্যসামগ্রি তুলে দিয়েছেন জেলা প্রশাসন এস এম অজিয়র রহমান।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর হেমাতউদ্দিন সড়কের জামে কসাই মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন কার্যালয় এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মসজিদের ইমামদের জন্য ওই খাদ্য সামগ্রী ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, নির্বাহী ম্যজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আ. মান্নান, সাধারণ সম্পাদক মাওঃ সামসুল আলম, মাওঃ সিরাজুল মনির ও হাফেজ মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।