বরিশালে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশালে মাদক মামলায় অপু হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড- দিয়েছেন আদালত। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন। সাজা ঘোষণার পর আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জাকির।

দণ্ড প্রাপ্ত অপু হাওলাদার বরিশাল নগরীর গীর্জা মহল্লার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জানান, ২০১৯ সালের ২০ অক্টোবর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের শেখ ফরহাদ হোসেনের বাড়ির সামনে থেকে অপুকে আটক করে পুলিশ। তখন তার দেহ তল্লাসী করে ৩৬টি জি মারফিন ইনজেকশন, ১০টি ইজয়াম এবং ৫টি ফেনারেল ইনজেকশন উদ্ধার করা হয়। যার তৎকালীন বাজার মূল্য ১৯ হাজার ৫শ’ টাকা। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সমীরন ম-ল বাদী হয়ে ঘটনার দিন মামলা করেন। ২০১৯ সালের ১২ ডিসেম্বর মামলার চার্জশিট দেন কোতয়ালী থানার এসআই শহিদুল ইসলাম। আদালতের বিচারক ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অপুকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।