বরিশালে মুজিবনগর দিবস উদ্যাপন

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা এসএম কবির বুলুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে ঐতিহাসিক মুজিবনগর সরকারের গঠন ইতিহাস, শপথ বাক্যপাঠ, বাঙালিদের পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যার ইতিহাস, হানাদার মুক্তির দৃশ্য, জাতির স্বাধীনতা অর্জনের মহাসোপান মুজিবনগরের স্বৃতিসৌধ ও মুজিবনগরের যাদুঘর প্রদর্শন করা হয়।