বরিশালে সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি উল্টে সড়কে ভোগান্তি

বরিশাল নগরীরর প্রধান সড়কের মাঝখানে ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা সানজিদা আয়শার ব্যাক্তিগত (প্রাইভেট) কার উল্টে ঘন্টাখানেকের জন্য সড়ক আটকে যায় বলে অভিযোগ করে পথচারী ও লঞ্চঘাটগামী যাত্রীবাহী যানবাহন চালকরা। এতে ভোগান্তিতে পরে ওই সড়কে চলাচলকৃত গাড়ী ও সাধারণ পথচারীরা। তবে এই সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে সামনের সড়ক ফজলুল হক এভিনিউতে এই ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ভাবে বরিশাল মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা গিয়ে রেকার দিয়ে গাড়িটি তুলে নেয়।
প্রত্যাক্ষর্দশীরা জানান, গাড়িটি বেপরোয়া গতিতে লঞ্চঘাট দিক থেকে কাকলীর মোড়ের দিকে দিকে আসছিলো। এসময় হঠাৎ করে গাড়িটির বাম পাশের সামনের চাকা বিকট শব্দে ব্লাস্ট হয়ে উল্টে যায়। গাড়িটির মধ্যে চালক ছাড়া আর কেউ ছিলো বলে জানান তারা।
এ বিষয়ে গাড়ীর ড্রাইভার সাগর বলেন, ‘চলন্ত অবস্থায় চাকা ব্লাস্ট হওয়ার কারনে গাড়ি উল্টে যায়। তবে আমার কোন ক্ষতি হয়নি।’
এ বিষয়ে ট্রাফিক বিভাগের সদস্যরা জানান, ‘সড়কে মধ্যে গাড়িটি পরে থাকার কারণে দ্রুত সড়িয়ে নেওয়া হয়েছে।