বরিশালে সর্বস্তরের নাগরিকদের গাফ্ফার চৌধুরীকে স্মরণ

অমর একুশে গানের রচয়িতা, সাংবাদিক, বরিশালের কৃতি সন্তান প্রায়ত আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণে বরিশালে নাগরিক শোকসভা অনুষ্ঠিত।
গতকাল বৃহস্পতিবার ২ জুন সন্ধ্যা ৭ টায় বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে বরিশাল সিটি কর্পোরেশন নাগরিক পর্ষদের উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের সর্বস্তরের রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নাগরিক পর্ষদের আহবায়ক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন্স এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ( এম পি) বলেন, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি বেছে থাকবেন এবং ততদিন "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানটিও বেঁচে থাকবে। লক্ষ্য অর্জন করতে হলে কাজ করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন আবদুল গাফ্ফার চৌধুরী একজন মানুষ হিসেবে আমাদের কাছে অনুকরণীয় ও অনুস্মরণীয়।
প্রধান আলোচক ছিলেন বিবিসি লন্ডনের প্রযোজক কাজী জাওয়াদ বলেন আবদুল গাফফার চৌধুরীকে আমরা শোকাকুল হৃদয়ে দেখতে চাইনা তাকে আমরা স্মরণে রাখতে চাই সবসময় তিনি যেনো আমাদের মাঝে থেকে যান।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন গাফ্ফার চৌধুরী সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে সেটাই হবে নতুন প্রজন্মের প্রাপ্তি।বাংলাদেশ ও বাঙালির যতদিন থাকবে ততদিন তিনি আমাদের মাঝে থাকবেন।বিসিসি মেয়র বলেন আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরনে বরিশালে একটি সড়কের নামকরন করা হবে।
এছাড়া নাগরিক পর্ষদের যুগ্ম আহবায়ক নজমুল হোসেন আকাশ, সদস্য সচিব সৈয়দ দুলাল প্রমুখ।এছাড়া বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বরিশালের সাংস্কৃতিক সংগঠন গুলোর স্বমনিত পরিবেশনা সম্মেলক শ্রদ্ধার্ঘ্য শব্দসেনার মহা- প্রস্থান পরিবেশিত হয়।
নাগরিক সভায় আবদুল গাফফার চৌধুরীকে চৌধুরীর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানাতে বিকেলে থেকেই বরিশাল জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে বরিশালের সর্বস্তরের জনগণ।প্রয়াত আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়িতে জন্মগ্রহন করেন।