বরিশালে সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

বরিশালে সিটি মেয়র সেররনিয়াবাত সাদিক আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দোকান খোলা রাখার পূর্ব সিদ্ধান্ত থাকলেও জনস্বার্থে এবং মেয়রের আহ্বানে দোকান বন্ধ রেখেছেন তারা। এদিকে সপ্তাহের প্রথম ব্যাংকিং দিবসে গতকাল রবিবার বরিশালের সরকারি-বেসরকারি প্রতিটি ব্যাংকে ছিলো উপচে পড়া ভীড়। দিনের প্রথমভাগে রাস্তাঘাটেও ছিলো প্রচুর সংখ্যক মানুষ। তবে দুপুরের পর আস্তে আস্তে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে।
শনিবার গভীর রাতে সিটি মেয়রের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে করোনার কারণে ঈদেও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় অনেক ব্যবাসায়ী বিষয়টি জানতে পারেনি।
রোববার সকাল ৯টার দিকে সরকারি পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র চকবাজার, লাইনরোড, কাটপট্টি এবং পদ্মাবতি এলাকায় জড়ো হন ব্যবসায়ীসহ দোকান কর্মচারীরা। পরে দোকান খুলতে গিয়ে তারা জানতে পারেন মেয়র ও ব্যবসায়ীদের বৈঠকের সংবাদ। এ কারণে গতকাল সকালে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে সমিতির সিদ্ধান্ত জানতে পেরে দোকান খোলা রাখা থেকে বিরত থাকেন ব্যবসায়ীরা। তবে নগরীর হেমায়েতউদ্দিন রোডে ২/১টি দোকান কৌশলে খোলা রাখা হলেও এ নিয়ে তারা কথা বলতে রাজী হননি।
ঊরিশাল চকবাজার-লাইনরোড-কাটপট্টি-পদ্মাবতী ব্যবসায়ীক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে চায় ব্যবসার জন্য। তারা হয়তো দোকান খুলতোও। কিন্তু সিটি মেয়রের আহ্বানে সাড়া দিয়ে করোনা সংক্রমণের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যথা সময়ে উপযুক্ত নির্দেশনা দেয়ায় সিটি মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সরকারের ঘোষণার পর বরিশালের ব্যবসায়ীরা গতকাল রোববার থেকে দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলো। গত শনিবার মধ্য রাতে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ জনগণের স্বার্থে ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার অনুরোধ জানান। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ জীবিকার চেয়ে জীবনের গুরুত্ব অনুধাবন করে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
বৃহত্তর স্বার্থে যথা সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এদিকে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবসায়ীদের একাধিক প্রতিনিধি দল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তদারকি করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতা শেখ আব্দুর রহিম।