বরিশালে সূর্যের খোঁজ নেই

বরিশালে সূর্যের খোঁজ নেই

বরিশাল নগরীর আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে। দুপুর থেকে শুরু হয় থেমে থেমে গুঁড়ি বৃষ্টি। এতে মানুষের জনজীবন পড়েছে দুর্ভোগে। সকাল থেকে নেই সূর্যের দেখা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে শুরু হয়ে এ গুঁড়ি বৃষ্টি। সন্ধ্যা হলেও এ অঞ্চলের আবহাওয়া অপরিবর্তিত’ই রয়ে গেছে। মেঘলা আকাশ, শীতল বাতাস অন্য দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্থায়ী আছে।

নতুন বাজার, সদর রোড ও জেলখানার মোড় সহ নগরীর বিভিন্ন স্থানের হকার ও টং দোকানিরা পড়েছেন বিপাকে। বৃষ্টির সাথে বাড়ছে বাতাস ও শীতের তীব্রতা। গরম পোশাক কিনতে নগরীর শীতের পোশাক বাজার গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়।

আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরো তিন থেকে চারদিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন এই সিনিয়র পর্যবেক্ষক।