বরিশালে ১২শ পিস ইয়াবাসহ ৬ জন আটক

বরিশালে ১২শ পিস ইয়াবাসহ ৬ জন আটক

বরিশালে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১২শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিপুরের মগরপাড়া এলাকা থেকে চম্পা বেগমকে ৮০০ পিস, আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের সামনে থেকে মো. রুম্মনকে ৭পিস, মো. শফিককে ২০পিস, মো. রফিককে ৩০ পিস এবং পলাশপুর পিকনিক স্পটের সামনে থেকে মো. মুরাদকে ৩০ পিস, মো. কামরুলকে ৩১৩পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে স্ব স্ব থানা এলাকায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. মহিউদ্দিন ও খাইরুল আলম উপস্থিত ছিলেন।