বরিশালে ১৫.৪ মিমি বৃষ্টিপাত, চলবে আরো ৩ দিন

বরিশালে গত রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে এখনও অব্যাহত রয়েছে। আজ ৩ পর্যন্ত বরিশালে ১৫.৪ মিলিমিটার বৃষ্টিাপাত রেকর্ড করা হয়েছে। বিকাল সাড়ে ৩ টার দিকে দৈনিক ভোরের আলোকে এসব তথ্য জানান বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহফুজুর রহমান।
তিনি বলেন, ‘আজ সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত বরিশালে ১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী ৩ দিন পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।’
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রব্ল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। স্থানীয় নদীবন্দর গুলোকে এক নম্বর হুঁশিয়ারি সর্তকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।