২৫ বছর পর নেছারাবাদ আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।শনিবার সকালে উপজেলার সরকারি স্বরুপকাঠি কলেজ মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ, ইসাহাক আলি খান পান্না, সৈয়দ শহিদুল আহসান, মজিবুর রহমান খালেক, সাজ্জাদ সাকিব বাদশা, জিয়াউল আহসান গাজী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সম্মেলনের মাধ্যমের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পরবর্তী তিন বছরের জন্য নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গঠন করা হবে।
সর্বশেষ ১৯৯৭ সালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নূর মোহাম্মদ হাওলাদরকে সভাপতি এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯৯ সালে নূর মোহাম্মদ এর মৃত্যুর পর কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে কমিটির মেয়াদ ২০০০ সালে শেষ হলেও, এরপর আর নতুন করে উপজেলা আওয়ামী লীগের আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।