বরিশালে ৬ জেলায় ১৮৭ কেন্দ্রে অংশ নিচ্ছে ৯৬ হাজার এসএসসি পরীক্ষার্থী

বরিশালে ৬ জেলায় ১৮৭ কেন্দ্রে অংশ নিচ্ছে  ৯৬ হাজার এসএসসি পরীক্ষার্থী

দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথমবারের মতো দুই ঘণ্টা সময়ে হচ্ছে এসএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষা।

বৃহস্পতিবার প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এবার বরিশাল বোর্ডের অধিন ১৮৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে বিভাগের ৬ জেলা ও মহানগরীর ১ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ৪৯ হাজার ৬৩০ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬১৪ জন, মানবিক বিভাগে ৫৭ হাজার ৩৯১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯৭১ জন। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। আগামী পহেলা অক্টোবর এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে।

সন্ধ্যায় পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি জেলায় প্রতিটি সরকারি কলেজে একটি করে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বরিশাল জেলা ও মহানগরে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে ৮টি। বরিশাল বোর্ডের নিজস্ব টিম রয়েছে ৯টি। এছাড়াও প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষার হল তদারকী করবে বলে জানান তিনি।