বরিশালে ৭ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধার মামলা দায়ের

বরিশালের বীরমুক্তিযোদ্ধা মো. মৌজে আলী খান গন্যমান্য ও নারী নেত্রীদের বিরুদ্ধে মানহানিকর বিভ্রান্তি সৃষ্টিকারী সংবাদ পরিবেশনসহ কাল্পনিক ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবমমূর্তি নষ্টের জন্য সংবাদ প্রকাশের জন্য বরিশালের সাইবার ট্রাইবুনালে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
গত মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা মো. মৌজে আলী খান বরিশালের সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন, দৈনিক বরিশালের সকালের বার্তা সম্পাদক শামীম হোসেন শেখ, বেল্লাল হোসেন, দৈনিক তালাশের মারুফ হোসেন, বরিশাল সংবাদ ২৪ ডটকমের এবায়দুল হক তুহিন, বরিশালর সংগ্রামের অনিক ইসলাম রানা, বরিশালের কথার সাইদুর রহমান মাসুদ ও দৈনিক বরিশালের আলোর মোস্তফা কামাল জুয়েল।
মামলায় উল্লেখ করা হয়, আসামীরা এক দলীয়, পর সম্পদলোভী, অসৎ প্রকৃতির লোক। বিভিন্ন লোকের সম্পত্তি নানান ভাবে জিম্মি করে অবৈধ ভাবে লাভবান হওয়াই তাদের নেশা ও পেশা। আসামীরা সমাজের গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করছে। এছাড়া আসামীরা তাদের অনলাইন পত্রিকা ও ফেসবুকে মিথ্যা মান হানিকর, বিভ্রান্তিমূলক ভুয়া সংবাদ প্রকাশ করছে।
আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় মামলা আমলে নিয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনাল বিমানবন্দর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে বাদী বীর মুক্তিযোদ্ধা মৌজে আলী খান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক। আমার বিরুদ্ধে কাল্পনিক মনগড়া মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আসামীরা সংবাদ প্রকাশ করেছে যাতে আমি মর্মাহত। দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি। আর এই বৃদ্ধ বয়সে এসে অপপ্রচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। তিনি সকলকে তার পাশে দাঁড়ানোর আহবান জানান।
তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামীরা হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বাচঁতে চাই। আমাকে বাচাঁন।