বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদকে হত্যার হুমকী দেওয়া হয়েছে। ‘আল্লাহর হক বান্দাগণ’ নামে একটি কথিত মৌলবাদি সংগঠন স্থানীয় একটি পত্রিকা অফিসে চিঠি পাঠিয়ে ওই হুমকী দিয়েছে। গতকাল সোমবার দুপুরে হুমকীপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই খবর পান।
গতকাল সোমবার সরকারী ডাকযোগে বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক বরাবর ওই চিঠি আসে। চিঠির প্রেরক হিসেবে জনৈক আনিছুর রহমান এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশাল জজকোর্ট।
হুমকীদাতা চিঠিতে উল্লেখ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রাজিব আহমেদ ভালো কাজ করছেন না। আগামী ৯০ দিনের মধ্যে রাজিব আহমেদের লাশ গুম হবে। তার পরিণতি হবে ঝালকাঠির দুই নিহত জজের মতো। শব্দ কম হবে এবং লাশ ছাই হবে। শব্দ কম হওয়া ও লাশ ছাই হওয়া তাদের নতুন আবিস্কার এবং ডিজিটাল প্রযুক্তি বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
৮জনকে চিঠির অনুলিপি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন সচিব, স্বরাস্ট্র মন্ত্রী, স্বরাস্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, বরিশালের জেলা প্রশাসক এবং জনৈক কাজী নাসির উদ্দিন বাবুল লেখা রয়েছে।
বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।