মহামারি রূপ ধারণ করা ডেঙ্গু মোবাবেলায় প্রয়োজন গণসচেতনতা বৃদ্ধি। ধীরে ধীরে এই রোগ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পরছে।
একটু সচেতন হলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব।
বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট নগরীর বস্তি এলাকায় দুই দিনব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচী রেখেছে।
আজ ছিলো প্রথম দিন। নগরীর ”বঙ্গবন্ধু কলোনী” তে জনেসচেতনতা মূলক কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করে।এসময় তারা কলনীর মানুষদের দুয়ারে দুয়ারে ডেঙ্গু বিষয়ক খুঁটিনাটি তুলে ধরে। বস্তিবাসী দের জানানো হয় ডেঙ্গু কি? কিভাবে ছড়ায় এর প্রভাব, লক্ষণ কি? ডিঙ্গু মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি করতে হবে? ডেঙ্গুর লক্ষন দিলে কি করতে হবে ইত্যাদি।
এতে অংশ গ্রহন করেন বাঁধন ববি ইউনিটের সভাপতি তৌফিক ওমর, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম সহ বাঁধন কর্মিরা।
উল্লেখ্য, বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন যা দেশব্যাপী রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান করে থাকে।