সময়মতো সঠিক ট্রিটমেন্ট নিলে একটা রোগীও মরত না: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্তদের সময়মতো চিকিৎসা হলে কেউ মারা যেতেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি রোগীদের দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান।
বৃহস্পতিবার রাজধানীতে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ ও সচেতনতায় করণীয়’ শিরোনামে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে যত রোগী এসেছে, তারা সবাই দেরি করে এসেছে। গাড়ি নিয়ে আসতে আসতে রোগীর অবস্থা খারাপ। বাড়িতে সাত আট দিন কাটিয়েছে, অন্য একটা জায়গায় কাটিয়েছে, যেখানে সঠিক ট্রিটমেন্ট দেয় নাই।একটা রোগীও মরতে পারে না, যদি সময়মতো সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়।
জাহিদ মালেক বলেন, রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যা হাইড করার কিছু নাই। তবে সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে বলার মতো কিছু নাই।
ডেঙ্গুতে মৃত্যুর বাড়তে থাকায় ‘মহামারি’ ঘোষণার যে দাবি উঠেছে তার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা মহামারি আকারে হয় নাই। এখানে আমরা কন্ট্রোল করতে পারছি এটা। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এটা ইনশাল্লাহ কন্ট্রোল হবে।
ডেঙ্গু রোগের পরীক্ষায় সরকারি হাসপাতালগুলোকে কিট সংকট নাকচ করে জাহিদ মালেক বলেন,কিটের কোনো অভাব নাই। আইভি ফ্লুইডের প্রডাকশন দ্বিগুণ, তিনগুণ করে আমরা প্রতিটি হাসপাতালকে কেনার জন্য পারমিশন দিয়েছি। কেউ কমপ্লেইন করতে পারবে না যে হাসপাতালে আইভি ফ্লুইড পাওয়া যায় নাই।
জাহিদ মালেক বলেন, রাজধানীর হাসপাতালগুলো ২০০ পারসেন্ট ক্যাপাসিটি নিয়ে চলে। আরও ২০০ অ্যাড হলে বোঝেন কতখানি বেগ পেতে হচ্ছে।। চিকিৎসকরা জীবন বাজি রেখে ২৪ ঘণ্টা কাজ করছে।
রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, নিটোর হাসপাতালকে ডেঙ্গু রোগী ভর্তির জন্য আলাদাভাবে তৈরি করা রাখা হয়েছে বলেও জানান তিনি।