বাংলাদেশে - শ্রীলঙ্কা ম্যাচ নির্ধারিত সময়েই হবে

বাংলাদেশে - শ্রীলঙ্কা ম্যাচ নির্ধারিত সময়েই হবে

বাংলাদেশের বিপক্ষে আজই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। কিন্তু তার আগেই দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন বোলিং কোচ চামিন্ডা ভাসসহ আরও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। তবে করোনার দ্বিতীয় পিসিআর টেস্টে বদলে গেছে ফলাফল।

প্রথমে শ্রীলঙ্কা বহরের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও, বেলা ১১টার পর পাওয়া পিসিআর টেস্টে জানা গেছে, সেই তিনজনের মধ্যে দুজনের ফল এসেছে করোনা নেগেটিভ। তবে তিনজনকেই টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ম্যাচ নিয়ে আর কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরই মধ্যে টিম হোটেল থেকে মাঠের পৌঁছে গেছে দুই দল।

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।