বাকেরগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার

বাকেরগঞ্জে মাদকসহ যুবক গ্রেপ্তার

বাকেরগঞ্জের কলসকাঠীতে তামিম আকন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( চৌকস ওসি) আলাউদ্দিন মিলনের নির্দেশনায় রবিবার সকালে অভিযান চালিয়ে তামিমকে গাঁজা সহ আটক করেন এস.আই আমিনুল, এ.এস.আই আজাদ হোসেন সহ একটি চৌকস টিম। 

কলসকাঠী ১নং ওয়ার্ডের দারগাবাড়ি নিজ ঘর থেকে প্রকাশ্যে মাদক সেবনের সময় গাঁজা সহ তাকে আটক করা হয়। 

আটককৃত তামিমের পিতা কামাল আকন বলেন, ‘আমার ছেলে তামিম প্রকাশ্যে নেশা খায় ও বিক্রি করে। এতে বাঁধা দেওয়ায় গত ২৭ মার্চ দুপুরে সে আমাকে খুন করার জন্য আমার উপর হামলা চালায়। অল্পের জন্য আমি প্রাণে বেচে যাই। আমি লিখিত ভাবে থানায় তা জানিয়েছি।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ তামিমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’