র‌্যাবের হাতে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন আটক

র‌্যাবের হাতে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন আটক



ফরিদপুর কোতয়ালী থানাধীন রঘুনন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. মুকুল মোল্লা ওরফে অভি (২১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। গত শুক্রবার দিবাগত গভীর রাতে আটক অভি একই জেলার বোয়ালমারী থানার ডুগরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। 


জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।