বানারীপাড়ায় ভাস্কর্য উদ্বোধনে মুজিব শতবর্ষ পালন

বানারীপাড়ায় জাতির জনকের ভাস্কর্য উদ্বোধনের মধ্য দিয়ে মুজিব বর্ষ পালন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে ভাস্কর্যের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
ভাস্কর্যের পাদদেশে সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের কার্যক্রম সুচনা করা হয়। একই সাথে কাজলাহারে ও শিমুল
তলায় জাতির জনক ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দু’টি প্রতিকৃতি মুরাল উদ্বোধন করা হয়। এসময় সাবেক সংসদ সদস্য আলহাজ¦
মনিরুল ইসলাম মনি, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর সভার মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাওলাদ হোসেন সানা,ওসি
শিশির কুমার পাল,ভাইস চেযারম্যান নুরুল হুদা,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত কুন্ডু, সম্পাদক শহীদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ডা. খোরশেদ আলম, এটিএম মোস্তফা সরদার, অহিদুজ্জামান দুলাল,জাকির হোসেনপ্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় ভাবে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে পুস্পার্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেছে। পৌরসভায় কেক কেটে অনুষ্ঠানের শুরু করেছে। উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক সাংস্কৃকি সংগঠন আলাদা ভাবে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে।