বাবুগঞ্জে ইয়াবাসহ ৩জন আটক

বাবুগঞ্জে ইয়াবাসহ ৩জন আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে অভিযান চালিয়ে ১৭৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির টাকা সহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৮।

গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ চৌকিদারের ছেলে কসিম উদ্দিন (৩৮), ইসলামপুর গ্রামের শফি দালালের ছেলে মো. কালাম দালাল (৪০) ও জাহাপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে  মো. মোস্তাফিজুর রহমান (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে র‌্যাব-৮ আগরপুর কাঁচা বাজারের মুন লাইট টেইলার্সের সামনে থেকে ওই ৩ যুবককে ১৭৮ পিস ইয়াবা এবং প্রায় অর্ধলাখ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদি হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।