শ্রীলংকা ও নিউজিল্যান্ডে সন্ত্রাসী বোমা হামলার প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের

শ্রীলংকা ও নিউজিল্যান্ডে সন্ত্রাসী বোমা হামলার প্রতিবাদে খ্রিস্টান সম্প্রদায়ের
শ্রীলংকার গ্রির্জায় ও নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী বোমা ও গুলিবর্ষণ করে শিশু জয়ানসহ শত শত নিরীহ মানুষ হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় নগরীর প্রাণকেন্দ্র ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়কে (সদররোডে) ওই কর্মসূচি পালিত হয়। নরব্যাট দিপু অধিকারীর সভাপতিত্বে বোমা হামলার তিব্র নিন্দা ও দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফাদার নেতা বালি, ফাদার মাইকেল মিলন দেওরি, জেসিকা অধিকারী, লিন্টু হালদার, প্রেমানন্দ বিশ্বাস, রবিন বল্লভ, একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, উন্নয়ন সংগঠক রণজিৎ দত্ত, বাসদ জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, শওকত হোসেন বাদল, তনুশ্রী মালাকার, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলব্যাট রিপন প্রমূখ। মনববন্ধনে বক্তারা বলেন, কোন ধর্মই মানুষ হত্যাকে স্বীকৃতি দেয় না। ধর্ম হচ্ছে মানুষের জীবন পরিচালনার নিদর্শন। যারা ধর্মের নামে মানুষ হত্যা করতে তারা বাস্তবে মানুষ নয়। রক্তের এই হলি খেলা বন্ধ করতে বিশ^মানবতাকে এগিয়ে আসতে হবে। উগ্র জঙ্গী তৎপরতার বিরুদ্ধে সকর ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাববন্ধন কর্মসূচিতে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সর্বস্তরের নারী-পুররুষ ও শিশুরা গলায় প্লাকার্ড ঝুলিয়ে অংশগ্রহণ করেন।