বরগুনার বেতাগীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মো. মানিক হাওলাদার (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮। গত ৯ মে বৃহষ্পতিবার রাতে আসামীকে গ্রেপ্তার করে র্যাব।
গতকাল শুক্রবার বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব (৮) এর হেডকোয়াটারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন র্যাব উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম খান।
গত ২৭ এপ্রিল বরগুনা জেলার বেতাগীতে দলবেঁধে ধর্ষণের শিকার হয় এক শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম খান জানান, গত ২৭ই এপ্রিল রাত আনুমানিক ৮ টার দিকে ধর্ষণের শিকার তার চাচাতো ভাই মো. মানিক এবং চাচা মো. চাঁন মিয়া সিকদারকে নিয়ে মোটর সাইকেল যোগে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
রাত ৮ টা ২০ মিনিটের দিকে বেতাগী থানার বিবিচিনি স্কুল এন্ড কলেজের দক্ষিণ পার্শ্বে পৌছলে পূর্ব থেকে ওখানে থাকা ধর্ষণ মামলার আসামী মো. মানিক হাওলাদার ও আলমগীর হোসেন তাদের গতিরোধ করে। এসময় তারা ধর্ষণের শিকার শিক্ষার্থীর চাচা ও চাচাতো ভাইকে আঘাত করলে তারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
মো. মানিক ও আলমগীর ভিকটিমকে টেনে হিছড়ে মটরসাইকেলে তুলে বেতাগী থানার পুটিয়াখালী স্লুইজঘাট নামকস্থানের একটি বাগানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এক প্রর্যায়ে চাচাতো ভাই মানিক ও অন্যান্যদের সহযোগিতা নিয়ে ভিকটিককে সেখান থেকে উদ্ধার করা হয়। তখন সে জানায় মানিক ও আলমগীর তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এব্যাপারে ধর্ষণের শিকার শিক্ষার্থীর চাচাতো ভাই মানিক ১ মে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেতাগী থানায় মামলা দায়ের করে।
ঘটনাটি ব্যাপকভাবে মিডিয়ায় প্রচার পেলে র্যাব (৮) ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতার সংবাদের মাধ্যমে বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী মো. মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মো. মানিক ঢাকায় তুরাগ পরিবহণের চালক ছিলেন ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।