মৃগী রোগীদের সুরক্ষায় টিকটকে ফিচার

মৃগী রোগীদের সুরক্ষায় টিকটকে ফিচার


টিকটক ব্রাউজ করার সময় আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত ব্যক্তিদের সতর্ক করতে একটি ফিচার এনেছে ছোট ভিডিও বানানোর অ্যাপটি।

আলোক সংবেদনশীল মৃগী রোগে আক্রান্ত ব্যক্তিরা কিছু ভিডিওর কারণে অসুবিধায় পড়েন। এখন তারা ‘স্কিপ অল’ ফিচারের মাধ্যমে ভিডিওগুলো এড়িয়ে যেতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ জানিয়েছে, সামনের কয়েক সপ্তাহের মাধ্যমে ফিচারটি চালু হবে। তখন সংবেদনশীল ভিডিওতে অটোমেটিক নোটিফিকেশন আসবে।

এ ধরনের সব ভিডিও এড়িয়ে যাওয়ার আহ্বান জানানো হবে ওই নোটিফিকেশনে।

ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলকে এ ধরনের ভিডিও থেকে দূরে রাখতে পারবেন।

টিকটক জানিয়েছে, প্ল্যাটফর্মকে সবার জন্য প্রবেশযোগ্য বানাতে চায় তারা।

হুট করেই এক ধরনের ভিডিও আলোর ফিল্টার ও ‘সিজার-চ্যালেঞ্জ’ জনপ্রিয় হয়ে ওঠে গোটা টিকটক প্ল্যাটফর্মে। ওই চ্যালেঞ্জে সাড়া দিয়ে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে লুসিড ড্রিমস গান বাজিয়ে মৃগী রোগ আক্রমণের প্রভাব নকল করা শুরু করে।

পরে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদের আওয়াজ তোলে বিশ্বে মৃগী রোগ সংশ্লিষ্ট নানাবিধ দাতব্য সংস্থা। চ্যালেঞ্জটিকে খুব আপত্তিকর বলেও আখ্যায়িত করে তারা।

বিবিসি বলছে, শুধু যুক্তরাজ্যেই প্রতিদিন ৩৭ লাখ ব্যবহারকারী সক্রিয়ভাবে টিকটক ব্যবহার করেন। দাতব্য সংস্থা ‘ইউকে’স এপিলেপসি সোসাইটি’র অনুমান, এর মধ্যে অন্তত দুই লাখ ৪০ হাজার ব্যবহারকারী আলোক সংবেদনশীল মৃগী রোগে আক্রান্ত।