বাবুগঞ্জে ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ,১৩৬ টাকা লিটার দামে বিক্রি
বরিশালের বাবুগঞ্জে ভোজ্যতেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার।
বৃহস্পতিবার ১২ মে দুপুরে উপজেলার রহমতপুর বাজারের মেসার্স মিঠুন স্টোরের স্বত্বাধিকারীরা পরিমল ধর ভোজ্যতেল মজুদ করে বেশি দামে বিক্রি করায় এ জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোসাঃ সাফিয়া বেগম, সুমী রানী মিত্র, বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোহাইব, বরিশাল র্যাব ৮ এর ডিআইডি মোঃ আনসার আলীর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন।
পরে জব্দ কৃত ৬ শত লিটার তেল স্থানীয় সাধারণ জনগণের কাছে ১৩৬ টাকা লিটার দামে বিক্রি করা হয়েছে। ১৩৬ টাকা লিটারের খবরে তেল কিনতে স্থানীয়দের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। উল্লেখ্য জব্দকৃত তেল দোকানীর পূর্বের মূল্য মোতাবেক ১৩৬ টাকা লিটারে ওই তেল সাধারণ জনগণের মাঝে বিক্রি করা হয়েছে।