বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ তথা অর্ধেকের বেশি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রবিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে সোমবার থেকে বিধিনিষেধ মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার।
শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাস ভাড়া বাড়ানোর এ সুপারিশ করা হয়।
বৈঠকে ১ জুন থেকে চলাচল শুরু করতে যাওয়া বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।
বাস ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো।
বর্ধিত ভাড়া বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে।