বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনার ধরন ওমিক্রন সংক্রমণের ঝুঁকি থেকে দূরে রাখতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার সন্ধ্যায় ওই হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয় চিকিৎসকদের পক্ষ থেকে।
এর আগে মঙ্গলবার সকালে বিএনপির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া ২ মাস ১৯ দিন পর আজ তার গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ফিরবেন।
গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। প্রায় ৫৭ দিন পর তাকে আবার কেবিনে নিয়ে আসা হয়।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসার কাজে নিয়োজিত রয়েছেন। তারা ইতিমধ্যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছেন।
সেই অনুযায়ী পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পঞ্চম দফা আবেদনও করেন। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে।
খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যেই গত এপ্রিল মাসে তিনি করোনাভাইরাসে করোনাভাইরাসে সংক্রমিত হন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত চার দফায় খালেদা জিয়ার মুক্তির সময় বৃদ্ধি করা হয়।