স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে ২২ ক্যারেট সোনা এখন ৫৫ হাজার ৬৯৬ টাকায় বিক্রি হবে।
বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবারও সব ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো বাড়ানো হয়েছিল।
২৪ জুলাই ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম।
৪ জুলাই বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছিল।
১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার দিন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দেড় হাজার টাকা বাড়ানো হয়।
বুধবার বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ক্রমাগত উর্ধ্বমুখি রয়েছে। ফলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের ভরি ১ হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে