বিএনপি শেরেবাংলার মৃত্যুবার্ষিকী পালন করবে

জাতীয় রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ, ’৫৪ সালে যুক্তফ্রন্টের প্রধান নেতা শেরেবাংলা এ কে এম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে বিএনপি। বুধবার (২৭ এপ্রিল ) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
‘আজকের প্রেক্ষাপটে শেরেবাংলার প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বছরব্যাপী আয়োজন করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় জাতীয় রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শেরেবাংলাকে নিয়ে বুধবার আলোচনা সভা হচ্ছে। শেরেবাংলার নাতিন জামাই শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক সভায় সভাপতিত্ব করবেন।
তিনি জানান, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন মূল প্রতিপাদ্য উপস্থাপন করবেন।
এদিকে শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে উল্লেখ করেন, এদেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে শেরেবাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা কোনোদিনই ভুলবার নয়। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হন। এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশী বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
বিএনপির মহাসচিব বলেন, ‘শেরেবাংলা ছিলেন বহুগুণে গুনান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। স্বাধীকার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি এদেশের মানুষকে যে দীক্ষা দিয়েছিলেন, সেটির পথ ধরে চলতে গিয়েই আমরা বিশ্ব দরবারে এখন সাহসী জাতি হিসেবে বিবেচিত। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।’