আইনজীবীদের মাঝে মেয়র সাদিক আবদুল্লাহর অনুদান

করোনায় ক্ষতিগ্রস্ত বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যদের জন্য ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। গত বুধবার রাতে নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এক সংক্ষিপ্ত আয়োজনে জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দের হাতে এই অর্থ তুলে দেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। এ সময় জেলা আইনজীবী সমিতির সম্পাদক ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
করোনা প্রাদুর্ভাবে আইনজীবী সমিতির ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য অনুদান দেয়ায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা আইনজীবী সমিতির সম্পাদক রফিকুল ইসলাম খোকন। তালিকা করে প্রকৃত ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে এই অনুদানের অর্থ বিতরণ করা হবে বলে তিনি জানান।