বিনা মূল্যে রোগীর করোনা পরীক্ষা করবে গণস্বাস্থ্য
গণস্বাস্থ্য কেন্দ্রে তাদের উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটে দিয়ে সম্পূর্ণ বিনা খরচে ২০০ রোগীর করোনা পরীক্ষা করে দেবে। সোমবার তারা এ পরীক্ষা করবে বলে জানা গেছে।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা আমাদের উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল করছি, বিষয়টা এমন নয়। এটি বললে ভুল বোঝাবুঝি হতে পারে। থার্ড পার্টি ভেলিডেশন ছাড়া আমরা তা করতে পারি না। এজন্য বিএসএমএমইউ দায়িত্বপ্রাপ্ত, তারাই কাজটি করবে এবং করছে।’
তিনি বলেন, ‘আমরা দেখলাম যে, কিডনির সমস্যা নিয়ে গতকাল (শনিবার) একজন অতিরিক্ত সচিব বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা গেলেন। এমন অনেক কিডনি রোগী আছেন যারা ডায়ালাইসিস করাতে পারছেন না। হার্টের রোগী আছেন, তাদের চিকিৎসা হচ্ছে না এবং এমন আরো রোগী আছেন। তাই আমরা ভাবলাম, সেক্ষেত্রে আমরা তো তাদের করোনা পরীক্ষা করে দিতে পারি’।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বয়স্ক যেসব রোগী কোথাও করোনা পরীক্ষা করাতে পারছেন না, অথবা করোনা পরীক্ষায় যাদের একটিতে পজিটিভ ও আরেকটি নেগেটিভ এসেছে, এখন তৃতীয় পরীক্ষা কোথাও করাতে না পেরে চিকিৎসা করতে পারছেন না, তাদের আমরা পরীক্ষা করব। এতে কোনো খরচ লাগবে না। তবে, আমি আবারও বলছি যে, এটা অ্যাপ্রুভড টেস্ট না। বিএসএমএমইউ না বলা পর্যন্ত আমরা রোগীদের সে নিশ্চয়তা দেব না। শুধু আমাদের নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবেই কাজটি করছি’।
তিনি বলেন, ‘আমাদের পরীক্ষায় যাদের ফল নেগেটিভ আসবে, চাইলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিতে পারবেন। তবে পজিটিভ রোগীদের আমরা বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেব।’
তিনি বলেন, ‘সোমবার একদিনের জন্যই আমরা সর্বোচ্চ ২০০ করোনা রোগীর রক্ত নেব পরীক্ষার জন্য। রক্ত সংগ্রহ করা হবে ধানমন্ডির হাসপাতাল থেকে। তারপর তা সাভারে আমাদের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নেয়া হবে। ফলাফলও জানিয়ে দেওয়া হবে দ্রুত।’
গণস্বাস্থ্য কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউকে মঙ্গলবার চাহিদা অনুযায়ী কিট সরবরাহ করবে বলে জানা গেছে।