বিপৎসীমার উপরে সুরমার নদীর পানি

বিপৎসীমার উপরে সুরমার নদীর পানি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


সোমবার (১৩ জুলাই) সকালে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ষোলঘর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

যা রোববার (১২ জুলাই) রাতে ছিল ৪৩ সেন্টিমিটার। সে তুলনায়
প্রায় ১২ সেন্টিমিটার পানি কমেছে।

গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪১ মিলিমিটার। এদিকে আশার সংবাদ হচ্ছে তাহিপুর উপজেলার যাদুকাটা নদীতে পানি কমে বিপদৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তাহিপুর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ মিলিমিটার। 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জিতে যদি আর বৃষ্টিপাত না বাড়ে তা হলে ধীরে ধীরে বন্যার পানি নেমে যাবে।

এদিকে বন্যার পানির স্রোতে বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়ায় ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রীতম পাল বাংলানিউজকে জানান, বন্যার পানি কিছুটা কমতে শুরু করছে। দুপুরে পানির রিডিং মাপার পর বোঝা যাবে যে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে না অবনতির দিকে। তবে আশা করা যাচ্ছে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে বন্যার পানি নেমে যাবে।


ভোরের আলো/ভিঅ/১৩/২০২০