বিমানবন্দরে আটক হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

ব্যাগভর্তি টাকা নিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট মান্যুয়েল জেলায়া। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, শুক্রবার মধ্য আমেরিকার দেশটির টনকন্টন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় জেলায়াকে।
এ সময় তার ব্যাগ থেকে ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করে হন্ডুরাস কর্তৃপক্ষ। তবে দেশটির সাবেক প্রেসিডেন্টের দাবি, ওই টাকা তার নয়। তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
জেলায়ার দাবি, আমি জানি না এ টাকা কোথায় থেকে এলো। নিশ্চয়ই কেউ আমার ব্যাগে সেগুলো ঢুকিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘আমি অন্তত ৪০০বার ভ্রমণ করেছি। আমি জানি ভ্রমণ করার সময় সঙ্গে কতো টাকা রাখতে হয়।’
স্থানীয় সংবাদমাধ্যমকে হন্ডুরাসের সাবেক এ নেতা আরও বলেন, ‘আমার ব্যাগে এ টাকা কীভাবে এলো এর তদন্ত করার জরুরি।’
বিমানবন্দরে আটকে দেয়া হলেও তাকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। হন্ডুরাস প্রসিকিউটরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোরের আলো/ভিঅ/২৭/২০২০