বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান মহারণ

বিশ্বকাপে ফের ভারত-পাকিস্তান মহারণ। মঙ্গলবার পোচেস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে আগেই পৌঁছে গিয়েছিল ভারত। শুক্রবার আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ১৯০ রান তাড়া করতে গিয়ে আফগানদের বিরুদ্ধে সহজ জয়ে পেয়েছে ‘মেন ইন গ্রিন’-এর ছোটরা।
আফগানদের বিরুদ্ধে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন মুহাম্মদ হুরাইরা। ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে উঠে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই চাপ থাকে। কিন্তু আমরা এতে অভ্যস্ত। ব্যক্তিগতভাবে আমি এটা একটা সাধারণ ম্যাচ হিসেবে খেলতে চাই।’ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার পোচেস্ট্রুমেই মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, সিনিয়র বিশ্বকাপে কোনও দিন ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। একথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে তাদের লড়াইকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই দেখতে চান পাক ক্রিকেটাররা। যদিও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে একবার জয় পেয়েছে পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশিবার জিতেছে ভারত। চারবারের চ্যাম্পিয়ন ‘মেন ইন ব্লু’-র ছোটরা।