বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা: তালেবান

বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা: তালেবান

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা। তবে সহশিক্ষার কোনও সুযোগ নেই। ছাত্র ও ছাত্রীদের ক্লাস হবে আলাদা। গতকাল রবিবার এমন মন্তব্য করেছেন তালেবান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হক্কানি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

তালেবানের বিরুদ্ধে ১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে আফগানিস্তানে নারীদের অধিকার হরণের অভিযোগ রয়েছে। তবে ২০২১ সালের ১৫ আগস্ট ফের ক্ষমতা দখলের পর দলটি দাবি করেছে, এবার তারা কড়াকাড়ি কমিয়ে দেবে। এবার অবশ্য এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মাঝে পর্দা টানিয়ে আলাদাভাবে ক্লাস করতে দেখা গেছে। তালেবান বলছে, পর্দা মেনে নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ থাকবে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হক্কানি বলেন, ‘সহশিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি ঘটাতে আমাদের কোনও সমস্যা নেই। জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।’

তালেবান ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি নাটকীয়ভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন আবদুল বাকি হক্কানি। তিনি বলেন, ভবিষ্যৎ আফগানিস্তানের সমৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এটি আশাব্যঞ্জক।